ই-কমার্স ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা
কখন বুঝবেন আপনার ই-কমার্স ওয়েবসাইট জরুরি কখন বুঝবেন প্রয়োজন নেই সেটি পয়েন্ট আকারে তুলে ধরার চেষ্টা করছিঃ
কখন আপনার ই-কমার্স ওয়েবসাইট জরুরি নাঃ
- আপনি যদি বিজনেসে একেবারেই নতুন হোন, ফেসবুকে সবে মাত্র পেজ খুলে বিজনেস শুরু করেছেন তাহলে এই মুহুর্তে ওয়েবসাইট আপনার না করা শ্রেয়।
- বিজনেস বড় করার প্ল্যান থাকলে দরকার নেই।
- আপনার প্রোডাক্ট সংখ্যা নিত্যান্তই কম হলে দরকার নেই।
কখন আপনার ই কমার্স ওয়েবসাইট জরুরিঃ
- অনেকদিন ধরে ফেসবুকে বিজনেস করছেন, বিজনেস বড় করতে চান তাহলে দ্রুত সিধান্ত নিতে হবে।
- ফেসবুকে বিজনেস এই আছে এই নেই। মানে সেলের গ্যারেন্টি নেই। ই কমার্স ওয়েবসাইট এক সময় আপনার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে পারে।
- ওয়েবসাইটে আপনি ভাল মানের কাস্টোমার পাবেন যারা একসাথে অনেক অর্ডার করবেন।
- ফুল পেমেন্ট আগেই পেয়ে যাবেন যদি আপনি চান।
- একই সাথে ক্যাটাগরি ভিত্তিক অনেক প্রোডাক্ট দেখানো যায়।
- কাস্টোমারের বিশ্বাস অর্জনে ওয়েবসাইটের ভুমিকা অনেক।
- ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চাইলে ওয়েবসাইটের বিকল্প নেই।
আপনি কি কম টাকায় ওয়েবসাইট খুঁজছেন?
আপনি যদি পয়েন্ট গুলো বুঝে থাকেন তাহলে এখন নিজেই উত্তরটি পেয়ে যাবেন। সিধান্ত নিন, বিজনেস প্ল্যান করুন সেভাবে কাজে লেগে থাকুন, সফলতা আপনার কাছেই ধরা দিবে।