ধরুন আপনি ফেসবুকে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছেন। ফেসবুকে আপনি প্রোডাক্টের ছবি পোষ্ট করে বুস্ট করে সেল করছেন। ঠিক তেমনি ওয়েবসাইট এমন এক জায়গা যেখানে আপনার প্রোডাক্ট গুলো আপ্লোড করে দাম নির্ধারণ করে দিলে কাস্টোমার ওয়েবসাইট ভিজিট করে আপনার প্রোডাক্ট গুলো কেনার সুযোগ পাবে।
প্রথমেই জানবো ই-কমার্স ওয়েবসাইট আসলে কি?
ই-কমার্স ওয়েবসাইট এই মুহুর্তে আসলেই কি প্রয়োজন?
ফেসবুকে দিব্যি ব্যবসা করে যাচ্ছেন, ভাবছেন সবাই বলে ই-কমার্স ওয়েবসাইট বানানোর কথা। কিন্তু আসলেই কি এটি প্রয়োজন? এক কথায় উত্তর হল, ব্যবসা যদি দীর্ঘ মেয়াদী করতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইট প্রয়োজন।

ই-কমার্স ওয়েবসাইট বিষয়ে আরো জানতে কল করুনঃ 01708-005464
ই-কমার্স সহ যেকোন ওয়েবসাইট বানাতে হলে আপনার প্রথমেই যা প্রয়োজন তা হলো
১- ডোমেইন
২- হোস্টিং
ডোমেইন হল আপনার প্রতিষ্ঠানের নাম যেমন www.foresight-it.net । আর হোস্টিং হল মেমোরি। অর্থাৎ আপনার ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন (লেখা, ছবি, ভিডিও) যেখানে স্টোর করে রাখবেন সেই জায়গা।
ডোমেইন ও হোস্টিং কেনার পর আপনাকে ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট করতে হবে। ওয়েবসাইট আপনি বিভিন্ন ক্যাটাগরির বা ল্যাঙ্গুয়েজে করতে পারেবন। এটার ওপর ওয়েবসাইটের দাম নির্ধারিত হয়। আপনি পিএইচপি/লারাভেল/জ্যাংগো/ওয়ার্ডপ্রেস/পাইথন/ ইত্যাদি দিতে বানাতে পারেন। ওয়েবসাইট যদি সিএমএস যেমন- ওয়ার্ডপ্রেস দিয়ে বানান তাহলে খরচ একটু কম হতে পারে তবে কাস্টোম করে পিএইচপি/লারাভেল দিয়ে করতে চাইলে খরচ একটু বেশি হবে।
আপনি যদি ই-কমার্স ওয়েবসাইট বানানোর চিন্তা করে থাকেন আর ৯৯৯, ২৯৯৯, ৪৯৯৯ টাকা সহ অল্প দামে সাথে ২০/৩০ জিবি হোস্টিং ফ্রি অফারে মুগ্ধ হয়ে যান তাহলে পচা শামুকে পা কাটলেন। আপনার একটি ডোমেইন কিনতে ৮০০-১৫০০ টাকা লাগতে পারে এটি নির্ভর করবে আপনি কি ডোমেইন কিনছেন। হোস্টিং প্রতি জিবি ভাল গুলো কিনতে ৮০০-১৬০০ টাকা লাগতে পারে। এবার আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানান তাহলে প্রিমিয়াম থিম কিনে ভাল ভাবে কাস্টোমাইজড করতে ভাল প্রতিষ্ঠান ১০-১৫ হাজার টাকা চার্জ করবে। আর পিএইচপি/লারাভেল দিয়ে কাস্টম করে বানাতে গেলে অবশ্যই ভাল পরিমাণ (২০-৫০ হাজার মিনিমাম) খরচ আপনাকে করতে হবে। তাই বুঝতেই পারছেন কম দামী ওয়েবসাইট কিনলে আপনার কপালটাই পুড়বে, ব্যবসা আর হবে না। তবে রেডি করা ওয়েবসাইট যদি পান তাহলে কিছুটা কম খরচে পেতে পারেন তবে একেবারেই কমে নয়।