(+88) 02-58052409
Khan Plaza, 8th Floor, Mirpur-10 1216 Dhaka
foresight.it.info@gmail.com
ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস

ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস | যেসব বিষয় আপনার দেখতে হবে

ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার সময় যেসব বিষয় মাথায় রাখবেন

ওয়েবসাইট ডেভেলপমেন্ট- ওয়েবসাইট আপনি যেকোন কোম্পানীর থেকেই বানিয়ে নিতে পারেন, তবে যেসব বিষয়ে তীক্ষ্ণ নজর রাখবেন-

  • যাদের থেকে বানিয়ে নিবেন তাঁদের অফিস আছে কিনা যাচাই করুন
  • লং টার্ম সাপোর্ট পাবেন কিনা ভেবে দেখুন
  • তাদের সাথে বিস্তারিত কথা বলে ডিল করুন।
  • কোম্পানিটি ই-ক্যাব/ব্যাসিসের সদস্য হলে আরো ভাল।
  • প্রয়োজনে তাদের অফিস ভিজিট করুন।
  • ট্রেইনিং প্রদান করবে কিনা জেনে নিন।

ইত্যাদি বিষয় মাথায় রাখতে ইনশা-আল্লাহ ভাল সাপোর্ট পাবেন ।

বাজারে ৯৯৯ টাকায় ওয়েবসাইট সেল হয়, ওয়েবসাইট বানাতে বাজেট কত হওয়া উচিত?

আপনি যদি ই-কমার্স ওয়েবসাইট বানানোর চিন্তা করে থাকেন আর ৯৯৯, ২৯৯৯, ৪৯৯৯ টাকা সহ অল্প দামে সাথে ২০/৩০ জিবি হোস্টিং ফ্রি অফারে মুগ্ধ হয়ে যান তাহলে পচা শামুকে পা কাটলেন। আপনার একটি ডোমেইন কিনতে ৮০০-১৫০০ টাকা লাগতে পারে এটি নির্ভর করবে আপনি কি ডোমেইন কিনছেন। ওয়েব ডেভেলপমেন্ট

হোস্টিং প্রতি জিবি ভাল গুলো কিনতে ৮০০-১৬০০ টাকা লাগতে পারে। এবার আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানান তাহলে প্রিমিয়াম থিম কিনে ভাল ভাবে কাস্টোমাইজড করতে ভাল প্রতিষ্ঠান ১০-১৫ হাজার টাকা চার্জ করবে। আর পিএইচপি/লারাভেল দিয়ে কাস্টম করে  বানাতে গেলে অবশ্যই ভাল পরিমাণ (২০-৫০ হাজার মিনিমাম) খরচ আপনাকে করতে হবে।

তাই বুঝতেই পারছেন কম দামী ওয়েবসাইট কিনলে আপনার কপালটাই পুড়বে, ব্যবসা আর হবে না।  তবে রেডি করা ওয়েবসাইট যদি পান তাহলে কিছুটা কম খরচে পেতে পারেন তবে একেবারেই কমে নয়।

Leave A Comment